গোমস্তাপুরে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোমস্তাপুরে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা |
ব্র্যাক মাইগ্রেশানে প্রোগ্রামের ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্প বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে।এতে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম।বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোলাম কিবরিয়া হাবিব ও মনিরুজ্জামান সোহরাব, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল প্রমুখ। কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের এমআরএসসি কো-অর্ডিনেটর আশিকুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন সাইকোসোশ্যাল কাউন্সেলর ইফফাত আরা, প্রোগ্রাম অর্গানাইজার ওমর ফারুক, বাবুল ইসলাম, বুলবুল আহমেদ, জিন্নাত আলীসহ অন্যরা।
0 Comments