গোমস্তাপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর,আল-শামস এবং রাজাকারদের মতো স্থানীয় দোসরা দেশের বুদ্ধিজীবী সমাজকে নিশ্চিহ্ন করে উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার লক্ষ্যে ঠান্ডা মাথায় এই নিশংস হত্যাযজ্ঞ চালায়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
গোমস্তাপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত - বরেন্দ্রকন্ঠ |
(শনিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার মুক্তিযুদ্ধ সংসদ মোস্তফা কামাল, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা খায়রুল বাসার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই সিদ্দিক কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলি প্রমূখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
0 Comments