Hot Posts

6/recent/ticker-posts

রহনপুরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত

রহনপুরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলার রহনপুরে এফ টি আই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

বরেন্দ্রকন্ঠ, রহনপুর বার্তা, ব্যাডমিন্টন,
রহনপুরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত - বরেন্দ্রকন্ঠ

গতকাল শনিবার রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের খেলার চ্যাম্পিয়ন হন রোড ব্লক চাঁপাইনবাবগঞ্জ। তারা ২-০ সেটে রাশেদ জুটি রহনপুরকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জয়ী দলে জোরিকুল। অপর খেলায় রহনপুর ফ্রেন্ডস ব্যাটমিন্টন ক্লাব ২-০ সেটে খান ব্রডব্যান্ড রহনপুর থেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এই খেলায় জাতীয় পর্যায়ের খেলোয়াড় অংশগ্রহণ করেন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের লোকমান। এফটিআই গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও রহনপুর ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত ফাইনাল খেলার সভাপতিত্ব করেন রহনপুর ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ। প্রধান অতিথি ছিলেন এফটিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ফতেহ্- উল ইসলাম আলাল। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এফটিআই গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস তাহেরা ইসলাম লিপি ও উপদেষ্টা পরিচালক কর্নেল হাফিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলি, ক্রীড়া সংগঠক আফতাবউদ্দিন লালানসহ অন্যরা । 

উল্লেখ্য, রহনপুর এফটিআই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত ২৬ নভেম্বর থেকে শুরু হয়। জেলা পর্যায়ে ১৬ টি ও জাতীয় পর্যায়ের ৮ টি দল নিয়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments