রহনপুরে দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর উদ্বোধন
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলার রহনপুরে এফ টি আই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রহনপুরে দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট খেলার উদ্বোধন - বরেন্দ্রকন্ঠ |
মঙ্গলবার রাত ৯:০০ টায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খেলার উদ্বোধন করা হয়। রহনপুর ব্যাডমিন্টন ক্লাব এর সভাপতি ও রহনপুর পৌর সভার সাবেক মেয়র তারিক আহমেদ এর সভাপতিত্বে, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেরদৌস তাহেরা ইসলাম লিপি চেয়ারম্যান, এফ টি আই গ্রুপ, টুর্নামেন্ট উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মেজর (অবঃ) ফতেহ্-উল ইসলাম আলাল, পিএসসি ব্যবস্থাপনা পরিচালক, এফ টি আই গ্রুপ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার, আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শহিদুল ইসলাম প্রমূখসহ সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। উদ্বোধনী খেলায় অংশ নেয়, সাদি-১ বনাম রোড ব্লগ উল্লেখ্য এই যে, ২৯ তারিখ শুক্রবার, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এবং ৩০ তারিখ শনিবার জেলা ও জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
0 Comments