রহনপুরে কাটিমন আম বাগানে মাঠ দিবস
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কাঠাল মোড়ে নুতুন ফল বাগান প্রদর্শনী (ক্লাষ্টার) কাটিমন আম বাগানে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
রহনপুরে কাটিমন আম বাগানে মাঠ দিবস - বরেন্দ্রকন্ঠ |
সোমবার সকাল এগারো টায় এই মাঠ দিবসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর অতিরিক্ত পরিচালক রাজশাহী অঞ্চল মোঃ মাহমুদুল ফারুক।
বক্তব্য রাখেন বাগান মালিক আক্তারুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপসহকারি কৃষি অফিসর রাকিব উদ্দিন, ফজলুর রহমান তৌহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর সাদেকুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে প্রধান অতিথি মোট এক একর জমিতে কাটিমন বাগান ঘুরে দেখেন।
Tag: বরেন্দ্রকন্ঠ, ictsquotes, bkonlineworld, borendrokontho,
0 Comments